Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জন্ম নিবন্ধন আবেনদ ফরম।
বিস্তারিত

জন্ম নিবন্ধন আবেদন ফরম

জন্ম নিবন্ধন আবেনদ ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে; বাংলা ও ইংরেজি ভাষায় পূরণ পূর্বক যাচাইকারী হিসেবে ইউপি সদস্য, ( যদি সম্ভব হয় ইপিআই কর্মী) স্বাক্ষর ও সীলমোহর এবং পরর্বতীতে নিবন্ধক হিসেবে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে প্রয়োজনীয় প্রমান পত্র সমূহসংযুক্তি পূর্বক ইউনিয়ন পরিষদ  এ জমা দিয়ে সরকার কর্তক নির্ধারিত ফি জমাদিয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হবে।

*** সরাসরি অনলাইনে আবেদন করতে চাইলে এই লিংক এ ক্লিক করে আবেদন পত্র পূরণ করে প্রিন্ট করে যাচাইকারী ইউপি সদস্য (যদি সম্ভব হয় ইপিআই কর্মী) স্বাক্ষর ও সীলমোহর এবং পরবর্তীতে নিবন্ধক হিসেবে ইউপি চেয়ারম্যনের স্বাক্ষর  নিয়ে প্রয়োজনীয় প্রমানপত্র সমূহসংযুক্তি পূর্বক ইউনিয়ন পারিষদে জমা দিয়ে সরকার কর্তক নির্ধারিত ফি জমাদিয়ে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হবে।

পূরণকৃত নমুনা ফরম