Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

১। দু:স্হ মহিলা  উন্নয়ন(ভিজিডি) কর্মসুচী:-

 

ভিজিডি কর্সুচীর আওতায়  প্রতি ২ বছর বা ২৪ মাস মেয়াদী ভিজিডি চক্রে দেশের সকল উপজেলার ন্যায় অত্র উপজেলায় চলমান। সাধারন জনগন  সংশ্লিষ্ট ওয়েব সাইডে প্রয়োজনীয় তথ্য মোতাবেক আবেদন করবে । উল্লেখ্য যে, ভিজিডি নীতিমালার  আলোকে অনলাইনে  আবেদনের প্রেক্ষিতে  ট্যাগ অফিসার কর্তৃক  সরজমিনে যাচাই বাছাই পৃর্বক   উপজেলা কমিটি  কর্তৃক উপকারভোগী চুড়ান্ত করা হয় ।  নির্বাচিত অতি দরিদ্র মহিলাদেরকে  খাদ্য সহায়তার পাশাপাশি  চুক্তিবদ্ধ এনজিও এর মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়ন মুলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের  প্রশিক্ষণ সেবা প্রদান করা হয় । বর্তমানে এই কর্মসুচীর আওতায় প্রত্যেক উপকারভোগীদের মাসিক ৩০ কেজি  করে  (পুষ্টি/সাধারন ) চাল/গম  প্রদান করা হচ্ছে ।


বিস্তারিতঃ উপজেলা মহিলা বিষয়ক অফিস,শ্রীপুর।  

 

২। দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসুচী:-

 

অত্র উপজেলা সহ দেশের  ৬৪টি জেলার সকল উপজেলাধীন সকল  ইউনিয়নে চলমান । উল্লেখ্য যে,  অনুমোদিত নীতিমালার ভিত্তিতে  উপজেলা পযায়ে গঠিত কমিটি কর্তৃক  ভাতাভোগী চুড়ান্ত নির্বাচন করা হয় । আবেদনকারী কর্তৃক তিন কপি পিপি সাইজ  ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি , এবং গর্ভধারনের পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাযালয় হতে প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে দাখিল করতে হয় ।  উপজেলা কমিটি কর্তৃক  উপকারভোগী  চুড়ান্ত  অনুমোদন সাপেক্ষে ডাটা এন্টির মাধ্যমে  G2P পদ্ধতিতে ভাতা বিতরন  চলমান ।নির্বাচিত উপকারভোগী মাসে জন প্রতি ৮০০/- হারে ( উক্ত হার পরিবর্তিত হতে পারে)  ভাতাভাগীদের নিজস্ব ব্যাংক হিসাব /মোবাইল  বিকাশ,নগদ  এর মাধ্যমে  ৩৬ মাসের অর্থ প্রদান করা হয় । একই সাথে  চুক্তিবদ্ব এনজিও”র মাধ্যমে  সচেতনতামুলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।

৩। কর্মজীবি ল্যাকটেটিং মাদার  সহায়তা তহবিল কর্মসুচী:-

সিটি কর্পোরেশন/ পৌরসভায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার  সহায়তা তহবিল কর্মসুচী চলমান  । আবেদনকারী কর্তৃক তিন কপি পিপি সাইজ  ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি , এবং গর্ভধারনের স্বপক্ষে ডাক্তারী  সনদ / সন্তানের টিকার কার্ডসহ আবেদন পৌরসভায় / উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়ে দাখিল করতে হয় ।  অতপর উপজেলা কমিটি কর্তৃক  উপকারভোগী  চুড়ান্ত  অনুমোদন সাপেক্ষে ডাটা এন্টির মাধ্যমে G2P পদ্ধতিতে ভাতা বিতরন  চলমান । নির্বাচিত উপকারভোগী মাসে জন প্রতি ৮০০/- হারে ( উক্ত হার পরিবর্তিত হতে পারে)  উপকারভাগীদের নিজস্ব ব্যাংক হিসাব /মোবাইল  বিকাশ,নগদ  এর মাধ্যমে  ৩৬ মাসের অর্থ প্রদান করা হয় । একই সাথে  চুক্তিবদ্ব এনজিও”র মাধ্যমে  সচেতনতামুলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।

 

৪। মহিলাদের আত্ন কর্মসংস্হানের জন্য  ক্ষুদ্রঋণ কাযক্রম:-

সদর কাযালয় হতে বরাদ্ধ  প্রাপ্তি সাপেক্ষে  এবং ঘুর্নায়মান তহবিল হতে  ঋণ বিতরনের জন্য   বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয় হতে  নির্র্ধারিত ফরমে আবেদন গ্রহন করা হয় ।   উপজেলা ঋন বিতরন কমিটি কর্তৃক ঋন গ্রহিতা চুড়ান্ত নির্বাচন করে  সর্বোচ্চ  ১৫০০০/- টাকা পযন্ত ঋন বিতরন করা হয় ।  মন্জরীকৃত  মূল টাকার সাথে ৫% হারে  সার্ভিস চার্জ যোগ করত:  সমুদয় টাকা  সমান ১২  কিস্তিতে ঋন গ্রহিতা কর্তৃক পরিশোধ করা হয় ।

বিস্তারিতঃ উপজেলা মহিলা বিষয়ক অফিস,শ্রীপুর।  

 

 

 

                                                                                                                                                                                                                                     Contents                                                                    

 

৫। মহিলা প্রশিক্ষণ কেন্দ্র ( ডব্লিউ.টি.সি) ও উপজেলা পযায়ে   মহিলাদের জন্য আয় বর্ধক  প্রশিক্ষণ প্রকল্প ( আইজিএ)

উপজেলাধীন  দুস্হ: ও অসহায় শিক্ষিত  অর্ধ শিক্ষিত মহিলাদেরকে দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন ট্রেডে  প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্ন কর্মসংস্হানের  লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়ে । প্রতি  ০৩ মাস অন্তর অন্তর  ৩০ জন  মহিলাকে  প্রশিক্ষণ প্রদান  এবং প্রত্যেক মহিলাকে উপস্হিতির ভিত্তিতে দৈনিক  ১০০/ টাকা হারে ( মাস ভিত্তিক) ভাতা প্রদান করা হয় । প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদ প্রদান করা হয়  । মহিলা প্রশিক্ষণ কেন্দ্র ( ডব্লিউ.টি.সি)বিজ্ঞপ্তির মাধ্যমে এবং উপজেলা পযায়ে   মহিলাদের জন্য আয় বর্ধক  প্রশিক্ষণ প্রকল্প ( আইজিএ) অনলাইনে আবেদন গ্রহন করা হয় ।

৬। নারী ও শিশু নিযাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধ:-

নারী ও শিশু নিযাতন  সংক্রান্ত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে অভিযোগকারী ও অভিযুক্ত ব্যাক্তিকে  লিখিত নোটিশের মাধ্যমে  গ্রহন করা  হয় । উভয় পক্ষের উপস্হিতিতে  শুনানী গ্রহন পৃর্বক অভিযোগের নিষ্পত্তি করা হয় । তবে নিস্পত্তি  করা সম্ভব না হলে কাযবিবরনীতে উল্লেখ করা হয় । এ ছাড়া  নারী ও শিশু ‍নিযাতন সংক্রান্ত যে কোন আইনি সহায়তা  প্রদানের জন্য  পরামর্শ প্রদান করা হয় । এবং বাল্য বিয়ে তথ্য প্রাপ্তি সাপেক্ষে  তাৎক্ষনিক  প্রশাসন/স্হানিয় জন প্রতিনিধি/ পুলিশ ফোর্স এর মাধ্যমে বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং মোবাইল কোটের মাধ্যমে জরিমানা করা হয় ।

বিস্তারিতঃযোগাযোগ

৭। সচেতনতামুলক কাযক্রম ও গনশুনানী:-

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান / ইউনিয়ন পরিষদ / সমিতি এবং  বিভিন্ন ভাতাভোগীদের  সাথে  কোভিড-১৯  জনিত স্বাস্হ্য  সচেতনতা  যৌন হয়রানী ও বাল্যবিবাহ প্রতিরোধে  করনীয় পদক্ষেপ সম্পর্কে   উঠান বৈঠক  করা হয় । সপ্তাহে ১ দিন সাধারন জনগনের সাথে গণশুনানী করা হয়  ।  এবং প্রয়োজন মোতাবেক  পদক্ষেপ গ্রহন করা হয় ।

৮। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন :-

নারীদের উন্নয়নের দোড়গোড়ায় পৌছানোর লক্ষে এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলার লক্ষে সরকার নির্ধারিত কোডে  ২০০০/- চালান  জমা  প্রদানের মাধ্যমে রেজিষ্টেশন  প্রদান করা হয়  । প্রয়োজনীয় কাগজ পত্রসহ আবেদনের প্রেক্ষিতে স্বেচ্ছাসেবী সংগঠন রেজিষ্টেশন  প্রদান করা হয় ।  আবেদন প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট জেলার উপ পরিচালক  বরাবর রেজি:

০৯। বাংলাদেশ মহিলা কল্যান পরিষদ (বামকপ) কর্তৃক স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনকে অনুদান প্রদান:-

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন রেজিষ্ট্রেশনের  মেয়াদ ভিত্তিক  বাৎসরিক স্বোচ্ছাসেবী/ বিশেষ অনুদান /সাধারন অনুদান প্রদান করা হয় ।

১০। জয়িতা  অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কাযক্রম :-

উপজেলা  ভিত্তিক সকল ইউনিয়নে ও পৌরসভায়  ব্যাপক মাইকিং  ও  প্রচার প্রচারনার মাধ্যমে  আবেদনপত্র সংগ্রহ করা হয় । তৃনমুল পযায়ে  সংগ্রামী নারীদের  সম্মুখসারীদে  আনার জন্য এবং অন্যান্য সংগ্রামী নারীদের উৎসাহিত অনুপ্রানিত করার লক্ষে প্রতি বছর   উল্লেখিত  ৫ টি ক্যাটাগরিতে  জয়িতাদের সম্মাননা প্রদান করা হয় । ((১) অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ২) শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ৩) সফল জননী নারী ৪) নিযাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী ৫) সমাজ উন্নয়নে অসামান্ন অবদান রেখেছেন  যে নারী ) । প্রয়োজনীয় আবেদন পত্র ও প্রয়োজনীয় তথ্যাবলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয় হতে প্রদান করা হয়

১১। বিভিন্ন দিবস উদযাপন :-

জাতিয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উদযাপন  করা হয় । সরকারী নির্ধারিত দিনে উদযাপন করা হয় । নির্ধারিত দিবসে  তাৎপয  সর্বস্তরে জনগনের মাঝে তুরে ধরা হয় ।

 অভিযোগ নিষ্পত্তিকারী অফিসার