Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ভিডিপি দলনেত্রী- নিলুফা ইয়াছমীনের অর্জনঃ
  • মহিলা বিষয়ক অধিদপ্তর এর জয়িতা অন্বেষণে বাংলাদেশ এর আওতায় ৫ ‍টি ক্যাটাগরীতে শ্রীপুর উপজেলা গাজীপুর এ নির্বাচীত ৫ জন জয়িতার জীবন গাথা গল্পের মধ্যে একজন নিলুফা ইয়াছমীন।


  • নিলুফা ইয়াসমিন, স্বামী:- হযরত আলী, শ্রীপুর,গাজীপুর । ক্যাটাগরী :- সমাজ উন্নয়নে অসামান্য, অবদান রেখেছে যে নারী, নিলুফা ইয়াসমিন ৪ ভাই বোনের মধ্যে বড়। ২০০৩ সালে বাবা মারা যায় । মাও তাদেরকে ছেড়ে চলে যায় ভায়েরা তাকে ছোট বেলায় বিয়ে দেয় বিয়ের পর কষ্টের জীবন জাপন এবং নারীদের অবহেলা অবমূল্যায়নের রূপচিত্র দেখে তিনি ইউনিয়ন পরিষদে আনসার ভিডিপি দলনেতা হিসেবে যোগদান করেন । তিনি ইউনিয়নে ২১ হাজার বৃক্ষ রোপনের কাজে সহায়তা করেছেন । মৎস চাষে উদ্বদ্ধ যুব সমাজকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে যুবকদের বিভিন্ন প্রশিক্ষন প্রদান করে এসেছেন । তিনি লিতিফপুর ৫০ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সক্রিয় সদস্য । তার প্রত্যাশা সমাজকে সুন্দর করতে পারলে সুন্দর দেশ উপহার পাব আমরা ।


  • সূত্রঃ দৈনিক বাস্তব চিত্র।

  • দলনেত্রী- নিলুফা ইয়াছমীনের কার্যক্রম সংক্ষেপেঃ


  1. ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে সামাজিক উন্নয়ন মূলক কাজের স্বীকৃতি স্বরুপ জয়িতা পুরস্কার প্রাপ্য হন। ক্যাটাগরি:” সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী”।
  2. মাদক নিয়ন্ত্রনে আমি ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে  বিভিন্ন সময়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহযোগীতা করেছি এবং আমি আমার এক নিকট আত্মীয়র ছেলে মাদকাসক্ত হয়ে পরলে তাকে বিভিন্নভাবে কাউন্সিলিং করে দীর্ঘ প্রচেস্টার পর তাকে মাদক থেকে মুক্ত করতে সক্ষম  হন।
  3. বাল্য বিবাহ রোধে আমি উপজেলা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে অনেক বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে। 
  4. মৎস সম্পদ কে উন্নয়ন করার লক্ষ্যে আমি ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে 2016 সাল থেকে শ্রীপুর উপজেলায় ইউনিয়ন ভিত্তিক মৎস চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্পে (2য় ধাপ)ইউনিয়ন লিফ হিসেবে কাজ করে আসছে।অত্র ইউনিয়নে প্রায় 400 পুকুর রয়েছে। ইউনিয়ন লিফ হিসেবে তিনি নিয়মিত পুকুরগুলো ভিজিট করি এবং আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মৎস চাষ হচ্ছে। 
  5. তিনি ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে বৃক্ষরোপনণ কর্মসূচী হাতে নিয়েছি। উপজেলা প্রশাসনের সহযোগীতায় অত্র ইউনিয়নে 12000 (বারো হাজার) ফলজ, বনজ, ভেষজ গাছের চারা রোপন করে। 
  6. স্বাস্থ্যখাতে ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা,গর্ভবতী ও প্রসূতী মায়ের সেবা ও ইপিআই টিকা দান কেন্দ্রে সেচ্ছাসেবী হিসেবে নিয়মিত কাজ করে আসছে।
  7. স্যানিটেশন কার্যক্রমে ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে আমার কর্মক্ষেত্র গোসিংঙ্গা ইউনিয়ন 100% স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতাভূক্ত।ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে আমি জনগণকে হাইজিং ও পরিষ্কার – পরিচ্ছন্নতা সম্পর্কে পরামর্শ দিয়ে আসছে। 
  8. পরিসংখ্যান অধিদপ্তরে কৃষিশুমারি 2019,কৃষি (শস্য,মৎস্যও প্রাণি সম্পদ) শুমারি 2018 প্রকল্প ও খানা শুমারি প্রকল্পে কাজ করেছে।
  9. ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সক্রিয় সদস্য হয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছি। 
  10. তিনি একজন ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ 2021 এ প্যারেড অংশগ্রহন, 26 মার্চ 2002 শেরেবাংলা জাতীয় প্যারেডে অংশগ্রহন এবং বাংলদেশ 7ম সাব গেমসে অংগ্রহন করি। তাছাড়াও 40 সদস্য/সদস্যাকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে প্রেরণ করেন।
  11. কোভিড - 19।আমি একজন ইউনিয়ন ভিডিপি দলনেত্রী হিসেবে করোনার প্রথম দিকে বিদেশ থেকে আগত লোকদের বাড়ি বাড়ি গিয়ে লাল পতাকা টানিয়ে সতর্ক করেছি,লিফলেট বিতরন,মাস্ক বিতরন করেছি। লকডাউন কালীন সময়ে এলাকায় যাতে কেউ দোকান খুলতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে।